রোজ বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:২৪


শিরোনামঃ
বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন এর ২০২৩-২২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত অভিজ্ঞতা ও সামাজিক কাজে এগিয়ে তাপস, নতুন মুখ খোকন সেরনিয়াবাত। আজ শপথ নিলেন দেশের ২২তম রাষ্ট্রপতি বরিশালে ০৩ কেজি গাঁজা সহ আটক ০১ জন। বরিশাল সহ দেশের পাঁচ সিটি কর্পোরেশনের নৌকার মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। রুচির খড়া কাটাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন হিরো আলম তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা মহান বিজয় দিবসে বরিশাল বেসরকারী সার্ভেয়ার এসোসিয়েশন (বিএনএসএ)’র শ্রদ্ধা নিবেদন Payday Loan Express, Simply Amazing! বিএম কলেজের সাবেক উপাধ্যক্ষের মৃতুতে শোক প্রকাশ
বরিশালে ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভায় সার্বিক বিষয় পর্যালোচনা সম্পন্ন

বরিশালে ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভায় সার্বিক বিষয় পর্যালোচনা সম্পন্ন

মোঃ শাহাজাদা হিরাঃ
আজ ৩ মে রাত ৭ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসক বরিশাল এর সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় জেলা প্রশাসকের জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। আরো উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস বরিশাল ২, তালুকদার মোহাম্মদ ইউনুস, সিভিল সার্জন বরিশাল, ডাঃ মনোয়ার হোসেন, পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় ‘ফণী’ বরিশালে আঘাত হানার আশঙ্কায় দুর্যোগ মোকাবিলায় সব ধরনের পূর্বপ্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে জেলা প্রশাসন বরিশাল। উপকূলীয় জেলা উপজেলায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে এরই মধ্যে। দুর্যোগ মোকাবেলার জন্য মজুদ ত্রান সামগ্রী প্রস্তুত করে রাখা হয়েছে। ৩৩১ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে তাতে এখন পর্যন্ত ৪০,০০০/- হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। স্বেচ্ছা সেবক টিমের সংখ্যা ১৫৫ টি, মেডিকেল টিমের সংখ্যা ৪০৮ টি এবং তার সদস্য সংখ্যা ২১০০ জন, এনজিও প্রস্তুত আছে ৩৩ টি যাদের সদস্য সংখ্যা ৮০০ জন, ফায়ার সার্ভিসের স্টেশন রয়েছে ৯টি যাতে জনবল রয়েছে ১৩০ জন, শুকনো খাবারের প্যাকেট রয়েছে ২৫,০০০ হাজার, নিয়োজিত বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, নৌ পুলিশ ও গ্রাম পুলিশ সহ অন্যান্য সদস্যরা ২১৬০ জন, এ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে ২৫ টি, সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী কাজ করছে ৮৫০ জন, ২০ জন জেলা পর্যায়ের কর্মকর্তা ১০ টি উপজেলায় কাজ করছে ৮৭ টি ইউনিয়নে ৮৭ জন ট্যাগ অফিসার নিয়োগ দেয়া আছে। ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় সহ প্রতিটি উপজেলায় ঘূর্ণিঝড় সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রাপ্তির জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করবে পরবর্তীতে কী করণীয় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সর্বস্তরের মানুষকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি ও জেলা প্রশাসক বরিশাল।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam