সোহেল আহমেদ : বরিশাল-নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় অসাধারন উদ্যোগ গ্রহন করেছেন বিসিসি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। নগরীর বর্জ্যগুলো কয়েকটি ক্যাটাগরিতে নগর থেকে চড়বাড়িয়া ইউনিয়নে সরিয়ে নেয়া হবে। এর মাধ্যমে একদিকে নগর থাকবে দূষণমুক্ত অপর দিকে বর্জ্য থেকে তৈরি হবে সার বিদ্যুৎ তেল। আর এসব বাস্তবায়নে ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র। বর্জ্য ব্যবস্থাপনায় এরই মধ্যে ভুমি অধিগ্রহন হয়েছে বলে বিসিসি সুত্রে জানা গেছে। সুত্রমতে, বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এই প্রথম নির্মান করা হচ্ছে আধুনিক মানের ও পরিবেশ বান্ধব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট। চরবাড়ীয়া এলাকায় আট (০৮) একর জমির উপর এই প্লান্ট করার উদ্যোগ নিয়েছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নগরী থেকে সকল ময়লা পরিস্কার করে সেগুলোকে প্লান্টের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে আধুনিক মেশিন দ্বারা রিসাইকিলিং করে সেই ময়লা থেকে সার, বিদ্যুৎ ও তেল তৈরী করা হবে। সম্পূর্ন স্বয়ংক্রিয় ও আধুনিক মেশিন দ্বারা বর্জ্য রিসাইকেল করায় এতে পরিবেশের কোনো ধরনের ক্ষতি হবেনা। এছাড়াও বহু লোকের কর্মসংস্থানের সৃষ্টিও হবে সেখানে। ফলে নগরী থেকে বেকারত্ব কিছুটা লাঘব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকমাসের মধ্যেই প্লান্টের কাজ শুরু হবে বলে নিশ্চিত করেছেন বিসিসি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি