রোজ মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:১৬


বাস চাপায় প্রান হারাল গ্রামীণ ব্যাংক কর্মকর্তা

বাস চাপায় প্রান হারাল গ্রামীণ ব্যাংক কর্মকর্তা

ধানসিঁড়ি নিউজঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় হামিদ আকতার (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার ছয়মাইল এলাকায় বরিশাল ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদ আকতার ফরিদপুর গ্রামীণ ব্যাংক শাখার সিনিয়র অফিসার ছিলেন। তিনি পটুয়াখালী সদর মরিচবুনিয়া গ্রামের মৃত রুস্তুম আলীর খানের ছেলে।

ঘটনা সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানববন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব উল আলম ধানসিঁড়ি নিউজ কে জানান, ব্যাংক কর্মকর্তা মোটরসাইকেলযোগে বরিশাল থেকে কর্মস্থল মোকছেদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ছয়মাইল এলাকায় তুহিন পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।

এই ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও পালিয়েছেন চালক। তবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় একটি মামলা গ্রহণ পরবর্তী চালককে গ্রেপ্তারে পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানান ওসি।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam