রোজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:৩৫


					
				
ঘরোয়া উপায়ে ব্রন দূর করার উপায়।

ঘরোয়া উপায়ে ব্রন দূর করার উপায়।

১. বরফ ব্যাবহারঃ
মুখে উপর বরফ ঘষুন ১০ মিনিটের মত। এতে ব্রন কম বের হবে এবং ইতিমধ্যে যদি ব্রন বেরিয়েও থাকে, কমে যাবে৷

💘২. টুথপেস্ট ব্যবহারঃ
ব্রনের উপর সামান্য করে টুথপেস্ট লাগিয়ে রাখুন সারারাত। সকালে ধুয়ে ফেলুন । এতে ব্রন আকারে কমে যাবে। এবং শুকিয়েও যাবে৷

💘৩. রসুন ব্যবহারঃ
ব্রনের উপরে এবং চারপাশে কাচা রসুন ঘষে দিন। এতে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং দাগ ও অনেক কমে যাবে৷

💘৪. কমলার খোসা ব্যবহারঃ
কমলার খোসা বেটে পেস্ট তৈরি করে মুখে মাখুন। ব্রন কমে যাবে৷

💘৫. মধু ব্যবহারঃ
ব্রন ওঠার সাথে সাথে এর উপরে মধু লাগিয়ে দিন। এটা আর বাড়তে পারবে না৷

💘৬. কাগজি লেবু ব্যবহারঃ
ঘুমানোর আগে মুখে কাগজি লেবুর রস মাখুন এবং সকালে ধুয়ে ফেলুন। মুখ ব্রন মুক্ত থাকবে৷

💘৭. ভিনেগার ব্যবহারঃ
সামান্য পানি এবং ভিনেগার প্রথমে গরম করুন একসাথে। তারপর ঠাণ্ডা করে এই মিশ্রন মুখে ব্যবহার করুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন৷

💘৮. আলু ব্যবহারঃ
আলু স্লাইস করে কেটে ব্রনের উপর ঘষুন ৫-৭ মিনিট। ব্রনের আকার অনেক কমে যাবে৷

💘৯. শশা ব্যবহারঃ
শশা থেতো করে সামান্য লেবুর রস একসাথেম করে মিশিয়ে নিন এবং মুখে লাগান৷ আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। ব্রন হবে না। থাকলেও অনেক কমে যাবে।

💘১০. মুখের পরিচ্ছন্নতাঃ
ভাল ফেস ওয়াশ দিয়ে দিনে অন্তত ২ বার মুখ ভাল করে পরিস্কার করবেন। মুখে কখনই সাবান ব্যবহার করবেন না। নোংরা কাজ করার পর এবং প্রতিবার বাইরে থেকে এসে ভাল করে মুখ ধোবেন৷

💘১১. চোখের ড্রপ ব্যবহারঃ
খুবই কার্যকরী পদ্ধতি। ব্রনের উপর ১ ফোটা করে ইউজ করলেই অনেক কমে যাবে৷

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam