রোজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৩:৪৪


					
				
মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার

মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিনিধি:

১১ জুন সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায়। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে, মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। তিনি তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০০ তম জন্মদিন। এটা আমাদের জাতির জন্য একটি বড় প্রাপ্তি, তার এই জন্মদিনে বাংলাদেশকে নতুন ভাবে উপস্থাপন করাটাই হবে আমাদের মূল লক্ষ্য। তাই এই মুজিববর্ষ উদযাপনে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল সুব্রত বিশ্বাস দাস, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ রকিব আহামেদ, এসি কোতোয়ালি মডেল থানা, মোঃ রাসেল, সহকারী প্রোগ্রামার, প্রকৌশলী মোঃ শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামিলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, মেট্রোপলিটন প্রেসক্লাব বরিশালের সভাপতি, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা এমজি কবীর বুলুসহ বরিশাল জেলার বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে মুজিববর্ষ ২০২০ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। পাশাপাশি মুজিববর্ষ কে ঘিরে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার পাশাপাশি করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam