রোজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ৬:৩৬


					
				
১২ বছরের পর থেকেই মিলবে করোনা টিকা-স্বাস্থ্যমন্ত্রী

১২ বছরের পর থেকেই মিলবে করোনা টিকা-স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে ১২ বছরের বেশি বয়সি সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ১২ বছরের বেশি বয়সিরা অন্যদের মতো নিবন্ধন করবেন। নিবন্ধন না করলেও জন্মনিবন্ধন কার্ড নিয়ে কেন্দ্রে গেলে টিকা নিতে পারবেন।

তিনি বলেন, আমরা বর্তমানে ১২ বছর বয়স থেকে শুধু শিক্ষার্থীদের টিকা দিচ্ছি। এখন এই সুযোগ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে ৪০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের বুস্টার টিকা দেওয়া হবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam