রোজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:৩৩


					
				
মেহেন্দিগঞ্জ ইউএনও এর আন্তরিকতায় ৩৩৩ তে ফোন দিয়ে অল্প সময়ের মধ্যে খাদ্য সহায়তা পেল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৫টি পরিবার

মেহেন্দিগঞ্জ ইউএনও এর আন্তরিকতায় ৩৩৩ তে ফোন দিয়ে অল্প সময়ের মধ্যে খাদ্য সহায়তা পেল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৫টি পরিবার

ধানসিঁড়ি নিউজ।।সারাদেশের মত মেহেন্দিগঞ্জ উপজেলাতেও চলছে কঠোর লকডাউন। তার মধ্যে আবার এই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়া সেই কঠোর লকডাউন বাস্তবায়নের কড়াকড়ির মাত্রা আরো বৃদ্ধি করা হয়েছে।

পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লকডাউন চলাকালীন সময়ে সরকারি নির্দেশনা না মানায় কয়েকজনকে জরিমানা করা হয়।

এছাড়াও খাদ্য সামগ্রী সহায়তা চেয়ে ৩৩৩ নাম্বারে কল করা হলে খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ।
এসময় তিনি চানপুর ও উলানিয়ার মোট ৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

তিনি বলেন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন,প্রয়োজনে ৩৩৩ নম্বরে ফোন করুন খাদ্যসামগ্রী নিয়ে পৌঁছে যাবে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam