রোজ মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, সকাল ৭:২৯


বনানীর বিটিএ টাওয়ারে আগুন

বনানীর বিটিএ টাওয়ারে আগুন

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের কাছে বিটিএ টাওয়ারের চতুর্থ তলায় এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার বিকেল ৪টা ৬ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। তবে ভবনের নিজস্ব ফায়ার ফাইটিং দল আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বলেন, বিটিএ টাওয়ারের ১৫তলা ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে সংবাদ শুনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই তারা নিজস্ব ব্যস্থাপনায় আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে এসি ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও ধোঁয়ার কারণে ভবনের সবাই আতঙ্কিত হয়ে নিচে নেমে যান। উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam