ধানসিঁড়ি নিউজ //বিএমপি’র অভিযানে ৭ কেজি গাঁজা সহ আটক ০২। গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ মে ২০২২ খ্রিঃ ৫টা ৩০ মিনিটে নগর গোয়েন্দা বিএমপির এসআই মোঃ ফিরোজ আলম এর নেতৃত্বে একটি চৌকস টিম নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ০৯ নং ওয়ার্ডস্থ একতলা লঞ্চ ঘাটের পল্টুনের উপর রুটি-বিস্কুটের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায়, ০৭ (সাত) কেজি গাঁজা, ০২টি ট্রাভেল ব্যাগ ও ০১টি বাটন মোবাইল ফোন সহ মোঃ হৃদয় ওরফে মোঃ সালাউদ্দিন হৃদয় বক্কর আলী হৃদয় বকু এবং বাবু (২০), পিতা- মৃতঃ আঃ হাই, মাতা- মোসাঃ মাকসুদা বেগম, সাং- বিরিঞ্চী হাঙ্গার ঈদগাঁ, থানা ও জেলা- ফেনী, বর্তমানে- মাষ্টারপাড়া, মেজবার কলোনী, ০২নং ওয়ার্ড, থানা ও জেলা- ফেনী ও মোঃ জুয়েল বুবাইয়া বেবাইয়া আকাশ (১৯), পিতা- মৃতঃ নুরুন্নবী, মাতা- জুলেখা বেগম, সাং- স্বদেবপুর, ০৩নং ওয়ার্ড (রেলওয়ে সরকারী কোয়ার্টার্স), থানা ও জেলা- ফেনীদ্বয়কে আটক করেন।
মাদক বিক্রয়ের কাজে জড়িত অপর আসামী মোঃ আব্দুল মতিন সাগর (৩০), পিতা- আব্দুল মালেক, মাতা-মৃত লাদুনি খাতুন, সাং- গাজীরবাগ (আলী চরোং বাড়ী, ইউপি বাটয়িা) , উপজলো/থানা- কবরিহাট, জলো -নোয়াখালী, র্বতমান সাং- সরকারী রেলওয়ে কোয়ার্টার্স এর ভাড়াটিয়া, ০২ নং ওয়ার্ড, থানা ও জেলা- ফেনী ও মোসাঃ ফাতেমা আক্তার (৩৫), স্বামী- মুন্না, সাং- স্বদেবপুর, ০৩নং ওয়ার্ড, থানা ও জেলা- ফেনী পলাতক রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮