অবরোধের শেষ মুহূর্তে কুয়াকাটা জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়

  • Reporter Name
  • Update Time : ১১:৩১:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • 658 Time View

ধানসিঁড়ি নিউজ।। প্রধান প্রজনন মৌসুম ইলিশ আহরণ থেকে বিরত থাকা কুয়াকাটা পৌর এলাকার ১১’শ জেলের মাঝে ২০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এ চাল বিতরণ করা হয়। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা নিজে উপস্থিত থেকে সুষ্ঠ ও স্বচ্ছভাবে জেলেদের মাঝে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, ট্যাক অফিসার ইব্রাহিম খালিদ সহ পৌর কাউন্সিলর বৃন্দ। সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ৪ নভেম্বর রাত ১২টায়। এর মাত্র ১দিন আগে প্রনোদনার এ চাল পেয়ে খুশি জেলেরা।

চাল হাতে পাওয়ার পরে একজন জেলে খুশির ভাষা প্রকাশ করেন, তিনি বলেন অবরোধের শেষ মুহূর্তে এমন সরকারি সহযোগিতা পেয়ে অনেকটা আনন্দিত, কারণ এই ২২ দিন মাছ না ধরতে পেরে অনেক সমস্যার মধ্যে ছিলাম, এখন আমি আশাবাদী এক সপ্তাহের জন্য এমন সহায়তা পেয়ে, সুখে শান্তিতে সংসার চলবে এবং এক সপ্তাহের মধ্যে আমরা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবো।

কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা বলেন,অবরোধের শেষ সময়ে এসে জেলেদের মাঝে প্রজনন মৌসুমের বিশেষ প্রনোদনার চাল স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে। জেলেরা এতে খুবই খুশি হয়েছে।

Tag :
557304
Views Today : 39
Total views : 2851016

About Author Information

সাইফুল ইসলাম

I am Saiful Islam. Always I try to provide you all Real news.

শর্তময় ভালোবাসার শেষ পরিনতি (২য় পর্ব)

আগামী নির্বাচন কোন কৌশলে হবে জানতে চায় মানুষ : সংসদে হারুন

বরিশালে বাস -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই সহপাঠী নিহত।

সাকিবের নিরাপত্তা চাওয়া নিয়ে যা বলল বিসিবি

অবরোধের শেষ মুহূর্তে কুয়াকাটা জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়

Update Time : ১১:৩১:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২০

ধানসিঁড়ি নিউজ।। প্রধান প্রজনন মৌসুম ইলিশ আহরণ থেকে বিরত থাকা কুয়াকাটা পৌর এলাকার ১১’শ জেলের মাঝে ২০কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কুয়াকাটা পৌরসভার উদ্যোগে এ চাল বিতরণ করা হয়। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা নিজে উপস্থিত থেকে সুষ্ঠ ও স্বচ্ছভাবে জেলেদের মাঝে বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, ট্যাক অফিসার ইব্রাহিম খালিদ সহ পৌর কাউন্সিলর বৃন্দ। সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ৪ নভেম্বর রাত ১২টায়। এর মাত্র ১দিন আগে প্রনোদনার এ চাল পেয়ে খুশি জেলেরা।

চাল হাতে পাওয়ার পরে একজন জেলে খুশির ভাষা প্রকাশ করেন, তিনি বলেন অবরোধের শেষ মুহূর্তে এমন সরকারি সহযোগিতা পেয়ে অনেকটা আনন্দিত, কারণ এই ২২ দিন মাছ না ধরতে পেরে অনেক সমস্যার মধ্যে ছিলাম, এখন আমি আশাবাদী এক সপ্তাহের জন্য এমন সহায়তা পেয়ে, সুখে শান্তিতে সংসার চলবে এবং এক সপ্তাহের মধ্যে আমরা কিছুটা ঘুরে দাঁড়াতে পারবো।

কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা বলেন,অবরোধের শেষ সময়ে এসে জেলেদের মাঝে প্রজনন মৌসুমের বিশেষ প্রনোদনার চাল স্বচ্ছভাবে বিতরণ করা হয়েছে। জেলেরা এতে খুবই খুশি হয়েছে।