Site icon ধানসিঁড়ি নিউজ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বিভাগের পাশের রেকর্ড

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বরিশাল বো‌র্ডের ইতিহাসে এবা‌রেই স‌র্বোচ্চ পাস করেছে। এই শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫ দশ‌মিক ৭৬ ভাগ।  

প্রতিবারের মতো এবারও এই শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ- ৫ এ এগিয়ে রয়েছে।

গত বছর বোর্ডে পাসের হার ছিল শতভাগ।ত‌বে এবা‌র জিপিএ-৫ বে‌ড়েছে চার হাজার ৪০৩টি।

এ বছর কোনো ক‌লেজ শতভাগ ফেল না থাক‌লেও ৫৬টি প্রতিষ্ঠা‌নে পা‌সের হার শতভাগ র‌য়েছে।

রবিবার বেলা সা‌ড়ে ১১টায় ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ফ‌লাফল ঘোষণা ক‌রেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।  

তি‌নি ব‌লেন, ২০২১ সা‌লের পরীক্ষায় অংশ নেওয়া ৬৬ হাজার ৭৯৬ পরীক্ষার্থীর ম‌ধ্যে পাস ক‌রে‌ছে ৬৩ হাজার ৯৬৪ জন। ছে‌লে ৩০ হাজার ২৮৯ জন এবং মে‌য়ে ৩৩ হাজার ৬৭৫জন। জি‌পিএ ৫ পে‌য়ে‌ছেন ৯ হাজার ৯৭১ জন। এর ম‌ধ্যে ছে‌লে ৩ হাজার ৪৮১ এবং মে‌য়ে ৬ হাজার ৪৯০ জন।  

পরীক্ষায় ফলাফ‌লে পাসের হা‌রে এগিয়ে র‌য়ে‌ছে ব‌রিশাল জেলা। এই জেলায় পা‌সের হার ৯৬ দশ‌মিক ৯৩ ভাগ।

ঝালকা‌ঠি‌তে ৯৬ দশ‌মিক ৪০ ভাগ, বরগুনায় ৯৬ দশ‌মিক ৩১ ভাগ, পি‌রোজপু‌রে ৯৬ দশ‌মিক ১৫ ভাগ, ভোলায় ৯৪ দশ‌মিক ৫৮ এবং পটুয়াখালী‌তে ৯৩ দশ‌মিক ৪৬ ভাগ।