কাজি সাইফুল//প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে বরিশাল নগরীর রুপাতলীর বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, রুপাতলী জাগুয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম মোল্লা (৬৫) আজ সকালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে ছিলেন।
মাহাবুব আলম মোল্লার পারিবারিক সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল মোহাম্মদপুরের নিজ বাসায় প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন মাহাবুব আলম মোল্লা। গতকাল ২১ এপ্রিল তাঁকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পরে তিনি করোনায় আক্রান্ত বলে জানান চিকিৎসকরা।
ডায়াবেটিস থাকায় ধীরে-ধীরে তাঁর অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাঁকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
আজ সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।
তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমীন।