কলাপাড়ায় কৃষকদের ফসলের ন্যায্যমূল্য পাওয়ার দাবিতে সমাবেশ।।

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:২১ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • 653 Time View

ধানসিঁড়ি নিউজ।। কলাপাড়ায় কৃষকদের ন্যায্যমূল্য আদায়ের লক্ষ্যে ১৮ নভেম্বর বুধবার সকাল ১১টার দিকে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রকৃত মাঠের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন, খোদ কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়, গেট ব্যবস্থাপনায় কৃষকদের স্বার্থ সংরক্ষন করা এবং ভূমিদস্যুদের দৌরাত্ম বন্ধ করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তাব্য রাখেন, প্রভাষক রফিকুল ইসলাম, কবির হোসেন, জাকির হোসেন, জি.এম. মাহবুবুর রহমান, নাসির তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আসরাফ আলী প্রমুখ।

বক্তারা বলেন, চাল,ডাল,আলু, ক্রয় করতে গেলে ৪০ কেজিতে এক মন ধরে কিনতে হয় অথচ ধান বিক্রি করতে গেলে অসাধু ব্যাবসায়ীরা আমাদের কাছ থেকে ৪৬ কেজি হারে মন ধরে ধান ক্রয় করেন। সরকারের কাছে জোর অনুরোধ জানিয়ে ৩০ টাকা কেজি ধানের দর করার আহবান জানান। সমাবেশ শেষে কৃষকরা র‌্যালী করে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন।

Tag :
557308
Views Today : 43
Total views : 2851020

About Author Information

সাইফুল ইসলাম

I am Saiful Islam. Always I try to provide you all Real news.

শর্তময় ভালোবাসার শেষ পরিনতি (২য় পর্ব)

আগামী নির্বাচন কোন কৌশলে হবে জানতে চায় মানুষ : সংসদে হারুন

বরিশালে বাস -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই সহপাঠী নিহত।

সাকিবের নিরাপত্তা চাওয়া নিয়ে যা বলল বিসিবি

কলাপাড়ায় কৃষকদের ফসলের ন্যায্যমূল্য পাওয়ার দাবিতে সমাবেশ।।

Update Time : ০৫:৪০:২১ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২০

ধানসিঁড়ি নিউজ।। কলাপাড়ায় কৃষকদের ন্যায্যমূল্য আদায়ের লক্ষ্যে ১৮ নভেম্বর বুধবার সকাল ১১টার দিকে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রকৃত মাঠের কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র স্থাপন, খোদ কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়, গেট ব্যবস্থাপনায় কৃষকদের স্বার্থ সংরক্ষন করা এবং ভূমিদস্যুদের দৌরাত্ম বন্ধ করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তাব্য রাখেন, প্রভাষক রফিকুল ইসলাম, কবির হোসেন, জাকির হোসেন, জি.এম. মাহবুবুর রহমান, নাসির তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আসরাফ আলী প্রমুখ।

বক্তারা বলেন, চাল,ডাল,আলু, ক্রয় করতে গেলে ৪০ কেজিতে এক মন ধরে কিনতে হয় অথচ ধান বিক্রি করতে গেলে অসাধু ব্যাবসায়ীরা আমাদের কাছ থেকে ৪৬ কেজি হারে মন ধরে ধান ক্রয় করেন। সরকারের কাছে জোর অনুরোধ জানিয়ে ৩০ টাকা কেজি ধানের দর করার আহবান জানান। সমাবেশ শেষে কৃষকরা র‌্যালী করে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন।