❝চন্দ্রদ্বীপ সাইক্লিস্ট বরিশাল❞ এর সাইকেল চালিয়ে ১১ জেলা ভ্রমন।
২০২১ সালের ১১ ফেব্রুয়ারী বরিশালের প্রাচীন নাম ❝চন্দ্রদ্বীপ ❞ কে স্মরণ করে রাখার জন্য এইচ.এম.রুহুল আমিন, তাওহীদ রায়হান ও মোঃ সাইদুল ইসলাম জুয়েল ❝নিরাপদ সাইক্লিং, মাদক ও দূষণ মুক্ত সমাজ গড়ি❞। এই প্রতিপাদ্যকে উদ্দেশ্য করে ❝চন্দ্রদ্বীপ সাইক্লিস্ট বরিশাল❞ নামে সাইক্লিং গ্রুপ প্রতিষ্ঠা করেন।
❝চন্দ্রদ্বীপ সাইক্লিস্ট বরিশাল ❞ এর ৩ জন রাইডার ৬৪ জেলার প্রাকৃতিক দৃশ্য ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করার উদ্দেশ্যে ১৬ ই ফেব্রুয়ারী রোজ বুধবার বরিশাল থেকে ১ম পর্বে ১১ জেলা ( বরিশাল, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ) ভ্রমণ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
রাইডার তিন ( ৩) জন হলেন মোঃ সাইদুল ইসলাম জুয়েল, ইভান আব্দুল্লাহ, ফারদিন রাফসান। তাদের ভ্রমণে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে চন্দ্রদ্বীপ সাইক্লিস্ট বরিশাল এর সভাপতি তাওহীদ রায়হান ও অন্যান্য সদস্যবৃন্দ বরিশাল লঞ্চ টার্মিনাল আসেন।
ধানসিঁড়ি নিউজ পরিবারের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে শুভেচ্ছা ও শুভকামনা।