ধানসিঁড়ি নিউজ // ঠাকুরগাঁও সদর উপজেলায় সাংবাদিকদের ওপরে হামলার ঘটনায় নিন্দা ও অপরাধীদের শাস্তির দাবী জানিয়েছেন বরিশাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় মণ্ডলপাড়ায় উঠান বৈঠককে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আতাউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মহিউদ্দিন তালুকদার হিমেল, নিউজ বাংলার জেলা প্রতিনিধি সোহেল রানা ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি জাকির হোসেন মিলুকে মারধর করেন। হামলাকারীদের শাস্তির দাবী জানান শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।