রোজ শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:০৬


					
				
ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ফণি/ফেণী

ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ফণি/ফেণী

আবহাওয়া বার্তাঃ

ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ফণি/ফেণী (বাংলাদেশের নামকরণ) আঘাত হানতে পারে ৪/৫ মে।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র অনুযায়ী -বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ দেখা দিয়েছে গতকাল শুক্রবার থেকেই, উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। নিম্নচাপটি দ্রুত শক্তি অর্জন করছে, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।আজ কালবৈশাখী হওয়ার আশঙ্কা অনেক বেশি।
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় এলাকাজুড়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকাসহ নৌযানগুলোকে সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam