রোজ বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:১৭


					
				
নৌ-দূর্ঘটনার শিকার এমভি সূরভী – ৭

নৌ-দূর্ঘটনার শিকার এমভি সূরভী – ৭

এইচ এম রুহুল আমিন // নৌ – দূর্ঘটনার শিকার এম ভি সুরভী – ৭। ঢাকা লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে আসা এমভি সুরভী -৭ আনুমানিক রাত ১০.৩০ ঘটিকায় মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বাল্বহেট বা পন্যবাহী জাহাজের সাথে ধাক্কা লাগে। ফলে এম ভি সুরভী -৭ এর তলা ফেটে যায় এবং পন্যবাহী জাহাজ টি ডুবে যায়। এম ভি সুরভী ৭ লঞ্চের যাত্রীরা সবাই নিরাপদে লঞ্চের ভিতর অবস্থায় আছে। কোস্ট গার্ড দ্বারা লঞ্চের কার্যবিধি পরীক্ষা করা হচ্ছে।

সুরভী ৭ লঞ্চের যাত্রীদের নিরাপদে বরিশালে পৌঁছানোর জন্য কীর্তনখোলা ১০ লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে এসে যাত্রীদের নিয়ে বরিশালে আসে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam