রোজ বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:১৪


					
				
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে বিএম কলেজ অর্থনীতি বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে বিএম কলেজ অর্থনীতি বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি: আজ ২৩ অক্টোবর রবিবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে অর্থনীতি বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না লাল রায়। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপরে আলোচকবৃন্দ মহা নবীর জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে তাঁদের বক্তব্যে আলোকপাত করেন। বক্তব্য শেষে হামদ, না’তে রাসূল, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ নাসির উদ্দিন (নাহিদ) ও বিথী খানম। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া-মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam