নিউজ ডেস্ক।।দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। আগের দুজনের মতো তার এই সন্তানটিও যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে।
তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে বর্তমানে যুক্তরাষ্ট্রেই আছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার সেজন্য টাইগারদের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন।
চলমান বছরের জানুয়ারিতে সাকিব-শিশির দম্পতির ঘরে তৃতীয় সন্তান আসার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাকিব নিজেই নিশ্চিত করেছিলেন।
এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব।
২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। এরপর গত বছরের ২৪ এপ্রিল তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় সন্তান।
তারকা দম্পতি তাদের দ্বিতীয় কন্যার নাম রেখেছেন ইরাম হাসান।