ধানসিঁড়ি নিউজ।।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান জাফর আহম্মদ খান কোভিড-১৯ আক্রান্ত হয়ে অদ্য ২০ জুন ঢাকাস্থ সরকারী কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে জেলা প্রশাসন বরিশাল গভীরভাবে শোকাহত।
বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে পরম করুণাময়ের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তাঁর জন্য জান্নাত করেছেন।