রোজ বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৩


					
				
বরিশালের নতুন পুলিশ কমিশনার জনাব মো: শাহাবুদ্দিন খান।

বরিশালের নতুন পুলিশ কমিশনার জনাব মো: শাহাবুদ্দিন খান।

সোহেল আহমেদঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে যোগদান করলেন মো: শাহাবুদ্দিন খান।

আজ শুক্রবার সকালে তিনি বরিশালে আগমন করেন। এ উপলক্ষে বিএমপি’র পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহাফুজুর রহমান সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ। সন্ধ্যায় নতুন কমিশনার মো: শাহাবুদ্দিন খানের দায়িত্ব গ্রহনের কথা রয়েছে।

মোঃ শাহাবুদ্দিন খান সর্বশেষ শিল্প পুলিশে দায়িত্ব পালন করেছেন। ঝিনাইদাহ জেলার শৈলকুপার সন্তান শাহাবুদ্দিন খান বিগত সময়ে র‌্যাব- ১০ এর অধিনায়ক ছিলেন। চলতি মাসেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে তাকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam