মোঃ শাহাজাদা হিরা: মুজিববর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার” হিসেবে বরিশাল সদর উপজেলার গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বরিশাল এর নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
আজ ২৬ জুলাই বুধবার বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের গিলাতলী গ্রামে মুজিব বর্ষের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় দফার ৪০টি এর চতুর্থ দফার ২১টি গৃহনির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়া এই আশ্রায়ণ প্রকল্পে সর্ব মোট ২৭০টি গৃহ নির্মাণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামানসহ প্রমুখ। এসময় নবাগত জেলা প্রশাসক গৃহ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন।
এসময় তিনি নির্মাণ কাজের বিভিন্ন দিক তুলে ধরে নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্মাণ সামগ্রীর গুনগত মান বজায় রেখে নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা প্রদান করেন।