Site icon ধানসিঁড়ি নিউজ

বরিশালে ছাদ বাগানকে উৎসাহিত করতে উপ পুলিশ কমিশনার খাইরুল আলমের অভিনব উদ্যোগ

ধানসিড়ি নিউজ।। বরিশাল উপ পুলিশ কমিশনার খাইরুল আলম তাঁর ২২০০ স্কয়ার ফিটের ছাদ বাগানে প্রায় ৭০ প্রজাতির ফল ও প্রায় ৪০ প্রজাতির বিভিন্ন প্রজাতির ফুল গাছ রয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য ৫ জাতেরআনার,আংগুর,কমলা,আম,সফেদা,পেয়ারা,বড়ই ড্রাগন,আঁখ ইত্যাদি। বরিশালের ছাদ বাগানীদের কাছে তাঁর নিজ ছাদের ভিয়েতনামি জাতের ড্রাগন চারা ও আখের চারা বিতরন করেছেন।

প্রায় ৪০ জন ছাদ বাগান মালিক তাঁর দেয়া এই উপহার পেয়ে খুব খুশি হয়েছেন। অনেকেই অনুপ্রানিত হয়েছেন।

ছাদ বাগানীদের মধ্যে উপস্থিত ছিলেন ডা:মইনুল ইসলাম হাসিব (এ্যাসিস্টান্ট প্রফেসর শের ই বাংলা মেডিকেল কলেজ,বরিশাল। কৃষিবিদ আব্দুর রকিব সহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।