রোজ শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫২


					
				
বরিশালে নকল জর্দার কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ লক্ষ টাকা জড়িমানা

বরিশালে নকল জর্দার কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ লক্ষ টাকা জড়িমানা

নিউজ ডেস্ক // নগরীর বাজার রোডস্থ গগন গলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল (ঢাকা জর্দা) উদ্ধার করেন। উদ্ধার করা সকল নকল জর্দা তাৎক্ষণিক বিনষ্ট করা হয়। নকল জর্দা (ঢাকা জর্দার) উৎপাদনের মালিক দুলাল বাবুকে ২ লক্ষ জরিমানা করে।

আজ রোববার (২৩ই) জানুয়ারী দুপুরে গোপন সংবাদের ভিত্তিত্তে গগন গলির দুলাল ক্যামিক্যাল ওয়ার্কসে এই অভিযান চালায় তারা। বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ শোহাইব মিয়া জানান, দুলাল ক্যামিক্যালে অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম। ভোক্তা অধিদপ্তর জেলা সহকারী পরিচালক শাহ্ মোঃ শোহাইব মিয়া সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ নগরীর কাকলী মোড় মেহেন্দিঞ্জ দধি ঘড়ে অভিযান চালিয়ে সেখানে ৮ হাজার টাকা জরিমানা করেন।

তারা বলেন দুলাল, বাবু দীঘদিন যাবত বরিশাল শহরের অলিগলিতে বাসা ভাড়া নিয়ে নকল জর্দা কোম্পানি খুলে ব্যবসা করে যাচ্ছেন। আমাদের এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

তথ্য সূত্রঃ আঃ/বরিঃ/২৪.কম

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam