রোজ বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:২৪


					
				
বরিশালে মাদকসেবীর ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার সন্তান খুন

বরিশালে মাদকসেবীর ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার সন্তান খুন

নিউজ ডেস্ক // বরিশাল নগরী‌তে তর্কাতর্কির জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে।

দিপু হালদার নামে ওই যুবককে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় ডেভিড কুডুকে স্থানীয়রা আটক করে পিটুনি দেয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া এলাকায়।

এয়ারপোর্ট থানার অ‌তি‌রিক্ত উপপু‌লিশ ক‌মিশনার শেখ মোহাম্মদ সে‌লিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দিপু ছিলেন কাঠমিস্ত্রি। তিনি ওই এলাকার বীর মু‌ক্তি‌যোদ্ধা র‌মেন্দ্রনাথ হালদা‌রের ছে‌লে।

পিটুনিতে আহত ডে‌ভিডকে পুলিশ হেফাজতে ভর্তি করা হয়েছে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

স্থানী মাসুম আহ‌ম্মেদ ও সুশান্ত বিশ্বাস জানান, বাঘিয়া শ্রী শ্রী কালিমাতা মন্দির এলাকায় একটি চায়ের দোকানের সামনে বৃহস্পতিবার সকালে মাদকাসক্ত ডেভিড আক্রমনাত্মক আচরণ করতে থাকেন আশপাশের লোকজনের সঙ্গে। তাতে বাধা দিলে দিপুর সঙ্গে তার তর্কাতর্কি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাতে রাস্তায় দিপুকে একা পেয়ে ছুরিকাঘাত করেন ডেভিড।

আশপাশের লোকজন তা দেখে ধাওয়া করে ডেভিডকে আটকে গন পিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেন। অপরদিকে, আহত অবস্থায় দিপুকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতা‌লে চিকিৎসাধীন ডেভিড ব‌লেন, ‘দিপু আমা‌কে মারধর ক‌রে‌ছি‌ল। তাই তা‌কে মে‌রে‌ছি।’

সূত্রঃ নি/বা.

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam