বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ৬নং ওয়ার্ডের দরিদ্র রিকশা চালক মিজান হাওলাদারের মেয়ে সাদিয়া জাহান হারিছা দারিদ্রতাকে জয় করে মেধাতালিকায় স্থান করে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।
তিনি বাবা মায়ের তৃতীয় সন্তান।তার অদম্য ইচ্ছার কাছে দারিদ্রতা হার মেনেছে।ছোট বেলা থেকেই তার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিলো। আজ তা পূর্ণতা পেল।
সে গর্বের সাথে নিজেকে রিক্সা চালকের মেয়ে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করেন। তিনি তার রুটকে ভূলে যেতে চান না।
এ বছর এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)।
সরকারি মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত ছেলের সংখ্যা ১৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২৩৪৫ জন (৫৫.৪৪%)।