ধানসিঁড়ি নিউজ।। মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টটি গত বছর মার্চ মাসে করোনা ভাইরাস জনিত কারণে বন্ধ হয়ে যায়। বুধবার বিকালে পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মনোমুগ্ধকর পরিবেশে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেন সংসদ সদস্য পংকজ নাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরাই গড়বো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ১০০ ম্যাচের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে। এসময় সংসদ সদস্য সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহাফুজ উল আলম লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাহাবুদ্দিন হিমু সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, ক্রীড়াবিদ সহ সর্বস্থরের মানুষ।
দুপুরে সংসদ সদস্য পংকজ নাথ মেহেন্দিগঞ্জ সাউথ স্কয়ার ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন শেষে সন্ধ্যায় খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।