রোজ শনিবার, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:০২


					
				
শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বরিশালে ছাত্রদলের অনশন

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বরিশালে ছাত্রদলের অনশন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে প্রতীকী অনশন করছে জেলা ও মহানগর ছাত্রদল।

মঙ্গলবার সকাল ৯টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হয়, যা বিকাল পর্যন্ত চলবে।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশ হামলার ঘটনার নিন্দা জানাই। এমন ন্যাক্কারজনক ঘটনার পরও ভিসি এখনো পদত্যাগ করছেন না। অবিলম্বে জাতির কাছে ক্ষমা চেয়ে তার পদত্যাগ দাবি করছি।

প্রতীকী অনশনে অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানজিলসহ ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮