সম্পাদকীয়: মনুষত্ব বা মানবিকতা একটি আপেক্ষিক বিষয়। অনেক শিক্ষিত, বিত্তবান হলেও তাঁর মধ্যে এই গুণটি নাও থাকতে পারে আবার শিক্ষা, বিত্ত না থাকলেও তাঁর মধ্যে গুণটি থাকতে পারে।
মনুষত্ব্যহীনতার কারণ কী? হয়তো পারিবারিক শিক্ষা যথোপযুক্ত হয়নি, হয়তো সামাজিক শিক্ষার অপূর্ণতা রয়েছে। এই মনুষত্ব্যহীনতা, অমানবিকতা বা অনৈতিকতা যখন সমাজে আধিক্য লাভ করে তখন তার নেতিবাচক প্রভাবের স্বীকার হতে পারি যে কেউ।
ক্যান্সার আক্রান্ত পিতার চিকিৎসার কারণে মা এবং ছোট ভাই বোন ঢাকাতে, ৯ম শ্রেণির ছাত্রী বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তার সাথে অনৈতিক কাজ করে মেরে ফেলল। যারা এটা করলো তারা কি এটা ভেবেছে যে এ অনৈতিকতা যখন সমাজে ব্যাপকতা লাভ করবে তার নেতিবাচক প্রভাব তার/তাদের পরিবারের বা আপনজনের উপরেও পড়ার সম্ভাবনা রয়েছে? এমন কাজ করে পাড় পাওয়া যাবেনা, ফলে তাদের জীবনও ধ্বংস হতে পারে? ভাবেনি, তাহলে আর এমনটি হতো না।
সমাজ থেকে মনুষত্ব্যহীনতা, অমানবিকতা বা অনৈতিকতা দূর করতে সকলের সচেতনতা, অংশগ্রহণ, সতর্কতা এবং দূরদর্শিতা প্রয়োজন। চট করেই যে আমুল কোনো পরিবর্তন হয়ে যাবে তাও নয় -সম্মিলিত প্রচেষ্টায়, ধীরে ধীরে।
আরেকটি বিষয়, যখন সন্তান থেকে দূরে থাকবেন তখন আপনার সন্তানের সুরক্ষার সর্বোচ্চ বিষয়টির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।