রোজ সোমবার, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৯:১৬


					
				
২-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমিতে বাংলাদেশ।

২-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমিতে বাংলাদেশ।

২-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমিতে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে আগে থেকেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ ও কিরগিজস্তানের। তাই ম্যাচটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যুদ্ধ আর সে যুদ্ধে সানজিদা-কৃষ্ণারা জয়ী হলো। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছেন সানজীদা আক্তার ও কৃষ্ণা রানী সরকার।
স্কোরলাইন বড় করার অনেক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি লাল-সবুজের যোদ্ধারা, কারণ অনুসন্ধানে যা উঠে এসেছে -গোল মিস,আক্রমণে গিয়ে খেই হারিয়ে ফেলা, ব্যক্তিগত নৈপুন্য দেখাতে গিয়ে লেজেগোবরে করা। ২৯ সেকেন্ডেই প্রথম গোল পেয়ে এগিয়ে যায় বাংলাদেশ। উপস্থিত দর্শক প্রত্যাশায় উন্মুখ হয়েছিলেন আরও গোল দেখার। কিন্তু সেটি হয়নি। আক্রমণে আক্রমণে কিরগিজস্তানের রক্ষণকে ব্যতিব্যস্ত করে ফেলে বাংলাদেশ। কৃষ্ণা, সানজীদা, মারিয়ারা নিজেদের নৈপুণ্যের সেরাটাই দিয়েছেন। কিন্তু গোল খড়া থেকেই গেল। ঘাম ঝড়ানো ২ গোলে নিয়ে গ্রুপ সেরা হয়েই মাঠ ছাড়লো টিম বাংলাদেশ।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন-০১৮২২৮১৫৭৪৮

Md Saiful Islam