নিউজ ডেস্ক // বরিশালে ৩০০ (তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক ০২ জন ।
বিএমপি এয়ারপোর্ট থানার বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৯-০৮-২০২৩ খ্রিঃ রাত ৯ঃ৩০ টায় এয়ারপোর্ট থানাধীন ০৫ নং রহমতপুর ইউপি’র ০৪ নং ওয়ার্ডস্থ উত্তর রহমতপুর এয়ারপোর্ট মোড় সংলগ্ন “জনৈক মন্টু মিয়ার খাবারের হোটেল” নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ সরোয়ার সিকদার(৩০) পিতা- মৃত মোহাম্মদ আলী সিকদার, মাতা-রীনা বেগম, সাং-সিকদার বাড়ি, ভাষানচর ইউপি, থানা-কাজীরহাট, জেলা- বরিশাল এ/পি- কালামপুর, অর্জুনালয়, ০৮ নং ওয়ার্ড, ধামরাই, জেলা- ঢাকা ও ২। মোঃ রাজিব হাওলাদার (৪২) পিতা- মৃত রাজ্জাক আলী হাওলাদার , মাতা-হালিমা বেগম, সাং- কলেজ রো, বিসিসি ২০নং ওয়ার্ড, থানা- কোতোয়ালি জেলা-বরিশালদের হেফাজত হতে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাদেরকে গ্রেফতার করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।