অনলাইন নিউজ ডেস্ক: বরিশালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত মালেক ফকির মাদককারবারি। তিনি নগরীর কেডিসি এলাকার এন্তাজ ফকিরের ছেলে।
বৃহস্পতিবার ভোরে নগরীর হরিণাফুলিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে নগরীর হরিণাফুলিয়া এলাকায় র্যাবের সঙ্গে মাদককারবারিদের গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মালেক।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সূত্র:যুগান্তর
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি