ধানসিঁড়ি নিউজ।।পটুয়াখালীর মহিপুরে গাছ বোঝাই টমটম উল্টে পিতা আহত ও পুত্র নিহত হওয়ায় ঘটনা ঘটেছে।
জানা যায় আজ সকাল আনুমানিক ১০ টায় নিজ টমটমে গাছ নিয়ে মহিপুর স্ব মিলে গাছ কাটানোর জন্য যাচ্ছিলো মোয়াজ্জেমপুর গ্রামের রুহুল আমিন ও তার ১১ বছরের ছেলে বাবুল। টমটমটি নিজশিববাড়িয়া মুলাম সংলগ্ন আসলে খাদে পরে উল্টে যায় এবং ঘটনাস্থলেই বাবুল (১১) নিহত নয় ও তার পিতা রুহুল আমিন আহত হয়।
আহত রুহুল আমিন কে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের ছায়া।
Desing & Developed BY ধানসিঁড়ি আইটি