স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ জয়ের পর টি-২০ সিরিজও নিজেদের করে নিলো বাংলাদেশ।
বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে টাইগাররা।
আজকের ম্যাচে টসে জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৯* রান করেন ব্রেন্ডন টেইলর। ৪৮ বলে ১টি ছক্কা ও ৬টি চারে ইনিংসটি সাজান এ ওপেনার। এছাড়া ক্রেগ আরভিন দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানের ইনিংস উপহার দেন।
টাইগারদের পক্ষে মোস্তাফিজ ও আল-আমিন ২টি করে এবং মেহেদী হাসান, আফিফ হোসেন ও সাইফউদ্দিন প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।
এই ম্যাচে অভিষেক হওয়া হাসান মাহমুদ ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।
১২০ রানের জয়ের লক্ষে খেলতে নেমে মোহাম্মদ নাঈম ৩৩ রানে আউট হলেও অপরাজিত থাকেন লিটন দাস (৬০) ও সৌম্য সরকার (২০)।
শিরোনাম :
- হোম
- Uncategorized
- টি ২০ সিরিজও জিতে ইতিহাস গড়লো টাইগাররা
টি ২০ সিরিজও জিতে ইতিহাস গড়লো টাইগাররা
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ১১:৪৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- ৪২৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ