ধানসিঁড়ি নিউজ::প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো পৃথিবী। করোনা আক্রান্তে বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বিপণিবিতান, গণপরিবহন সবই বন্ধ ঘোষণা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন বরিশাল থেকে নেয়া
হয়েছে নানা মুখি কর্মসূচি। আজ ২৭ এপ্রিল সোমবার জেলা প্রশাসক বরিশালের পক্ষ থেকে এসেছে মাহে রমজান উপলক্ষ্যে নতুন গণবিজ্ঞপ্তি।
এতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণকে অবগত করা যাচ্ছে যে, দেশব্যাপী করোনা ভাইরাস (Covid-19) এর প্রাদুর্ভাব কারনে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে মানুষ ও যানবাহন চলাচল, অফিস-আদালত, কল-কারখানা বন্ধ রাখার বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে কতিপয় জরুরী ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল করা হল। পবিত্র রমজান মাস শুরু হওয়ায় নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
১/ যেসব প্রতিষ্ঠান ও কলকারখানা চালু রাখা হয়েছে তার কর্মীদের চলাচলে সহযোগিতা প্রদান।
২/ ফ্যাক্টরি ও কারখানা চালু রাখার ক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি সিভিল সার্জন কর্তৃক নিয়মিত পর্যবেক্ষণ করা।
৩/ নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে ইফতার ও সেহরী বিক্রয়ের জন্য রেস্টুরেন্ট চালু থাকবে।
৪/ মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল সুবিধাজনক করার জন্য মহাসড়ক রেস্তোরাঁগুলো চালু থাকবে।
এ আদেশ মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। আদেশ অমান্য হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।