ধানসিঁড়ি নিউজ।। করোনাকালে সরকারি নির্দেশ পালনে ঘরে থাকা মুখ ফুটে বলতে না পারা মধ্যবিত্ত,নিম্নবিত্ত, বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধা বঞ্চিত পরিবারে পাশে শুরু থেকেই বিএমপি কমিশনার এর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে খাদ্যসামগ্রী-শিশুখাদ্য সামগ্রী নিয়ে রাতের আঁধারে নিরবে গন্তব্যে পৌঁছে দিচ্ছে বিএমপি।
নাম পরিচয় গোপন রেখে যে কেউ সঠিক তথ্য উপস্থাপন করার মাধ্যমে অনায়াসে ঘরের দরজা খুললেই যথাসময়ে পাচ্ছেন এই খাদ্য উপহার।
নগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন থাকে খাদ্য সহায়তা চেয়ে অগণিত অনুরোধ। বিএমপি ফটোশেসন এ বিশ্বাসী না-হয়ে করোনায় পরিস্থিতির শিকার হওয়া সম্মানিত জনগণের ক্ষুধা নিবারনকে গুরুত্ব দিয়ে খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছে।
জনমনে আস্থার সঞ্চার হওয়ায়, প্রতিদিন চাহিদা অনুযায়ী বিতরণের পরিমাণ বেড়েই চলেছে।
করোনা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সাধ্য মতো পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।