ধানসিঁড়ি নিউজ।। বর্তমানে বিশ্বব্যাপি বিরাজমান করোনা ভাইরাসের বিস্তার রোধে ও ধর্মীয় আচার অনুষ্ঠান তথা ঈদুল ফিতরের নামাজ আদায়ের ক্ষেত্রে করনীয় শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের হল রুমে। সভা শেষে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং সকলের সাথে আলোচনা করে ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত কতগুলো প্রয়োজনীয় দিকনির্দেশনা তৈরি করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে পবিত্র ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত নির্দেশনা সমূহঃ
১. খোলা ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা যাবে না। মসজিদের অভ্যন্তরে আয়োজন করতে হবে।
২. মসজিদে ১ ঘন্টা পর পর একাধিক জামাত হবে।
৩. প্রতি জামাতে পৃথক পৃথক ইমাম এবং মুয়াজ্জিন থাকবেন।
৪. প্রত্যেক জামাতের পর মসজিদ স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।
৫. ৩ ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে৷
৬. মসজিদে কোন কার্পেট বিছানো যাবে না। মুসল্লীগণ ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করতে পারবেন।
জেলা প্রশাসক কক্সবাজার তিনি তারঁ জেলাবাসি সবাইকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেছেন নিজেদের স্বার্থেই নিজেরা নির্দেশনাগুলো মেনে চলুন এবং সুস্থ থাকুন।