সাইফুল ইসলাম।।ইতিহাস ও ঐতিহ্যের ধারক লাখুটিয়া পি,আর,সি ইনস্টিটিউশন।তৎকালীন শিক্ষানুরাগী জমিদার রুপচন্দ্র রায় তারঁ স্ত্রী পুস্পরানীর নামানুসারে প্রতিষ্ঠা করেন উক্ত বিদ্যালয়টি। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে সাফল্য ধরে রাখছে উক্ত প্রতিষ্ঠানটি।সাফল্যের ধারাবাহিকতায় ২০২০ এস,এস,সি পরীক্ষায় ও সর্বশেষ তার প্রতিফলন দেখা যায়।
বিদ্যালয়টি একঝাঁক তরুন উদীয়মান শিক্ষক ও তার সাথে কিছু প্রবীন শিক্ষকের সংমিশ্রনে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠান প্রধান মোঃ রফিকুল ইসলাম তার সঠিক দিক নির্দেশনা ও সহকারী প্রধান শিক্ষক লিটন কৃষ্ণ রায়ের ঐকান্তিক প্রচেষ্টা ও কার্যকরী ভূমিকায় পি,আর,সি ইনস্টিটিউশন সঠিক পথে এগুচ্ছে এবং নিয়মিত সুনাম ধরে রাখতে সক্ষম হচ্ছে।
২০২০ এস,এস,সি ও সমমানের পরীক্ষায় মোট ১২৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।সেখানে গোল্ডেন A+সহ GPA 5 পেয়েছে ৬ জন এবং পাশ করেছে মোট ১০৪ জন। মোট পাশের হার ৮৩.২% যা বরিশাল বোর্ডের গড় পাশের চেয়ে বেশি।
উল্লেখ্য ২০১৪ সালেও ২৫ টি GPA 5 সহ পাশ করেছিল এবং তার ধারবাহিকতা নিয়মিত বজায় রেখে চলছে।
প্রতিষ্ঠানটির ভাল ফলাফল প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন,এই ভাল ফলাফলের পিছনে যাদের অবদান রয়েছে তারা হলেন সহকারী শিক্ষক এবিএম মুসা আহমেদ,মোঃ জসিম উদ্দিন,বাবু সন্তোষ চন্দ্র,মোঃ আবু আহমেদ আল মামুন,মোসাঃ নাছিমা বেগম,মোঃ বশির উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক লিটন কৃষ্ণ রায় সহ অন্যান্য শিক্ষকবৃন্দেে অক্লান্ত পরিশ্রমের ফল হলো আজকের এই ফলাফল।
সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায়ের অবদান সম্পর্কে বলতে গিয়ে অপর সহকারী শিক্ষক আবু আহমেদ আল মামুন বলেন,” আমাদের লিটন স্যার তারঁ বলিষ্ঠ নেতৃত্ব ও পাঠদানের ক্ষেত্রে জুন মাসে অবসরে যাওয়া বাবু সন্তোষ স্যারের অভাব দূর করবে।"
বিদ্যালয়ের ভাল ফলাফলে সন্তোষ প্রকাশ করে সাবেক চেয়ারম্যান ও কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম হাওলাদার শিক্ষক এবং শিক্ষার্থী সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। পাশাপাশি ভবিষ্যতেও উক্ত ফলাফল ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।