ধানসিঁড়ি নিউজ।।জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজার পৌরসভার লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশেষ অভিযান পরিচালিত হয়।
আজ ১০ ই জুন কক্সবাজার পৌরসভার সকল ওয়ার্ডে লকডাউন পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। যারা নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখেছেন তাদের মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান করা হয়। যারা মাস্ক ব্যতীত চলাচল করেছেন তাদের সতর্ক করে বাসায় চলে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়। বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল তৈরি করে দেওয়া হয়েছে। যারা বিনা প্রয়োজনে রাস্তায় বের হবে তাদেরকে স্বেচ্ছাসেবকেরা ধরে বাসায় পাঠিয়ে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক কক্সবাজার, তার জেলাবসী সকলকে ঘরে থাকার নির্দেশ প্রদান করে বলেন সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন।