ধানসিঁড়ি নিউজ।।মহামারী করোনা ভাইরাস বিশ্বের সকল মানুষের জন্যই একটি আতংকিত নাম। কিন্তু আতংকিত হয়ে করোনা ভাইরাসকে জয় করা সম্ভব নয়।সবাইকে সচেতন হতে হবে।সচেতন না হলে এর ভয়াবহতা রোধ করা সম্ভব নয়।
গত ১০ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে ৫৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ৫৮ জন সহ অদ্যাবধি এ জেলায় ৭৫৯ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ১০ জুন এ জেলায় করোনা আক্রান্ত ০৮ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১২৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। আজ তথ্য পাওয়া ০১ জনসহ অদ্যাবধি এ জেলায় ০৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
১০ জুন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল ৪:৩০ টায় বজলুল রহমান (৭০) নামে একজন বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন।১০ জুন তারিখের প্রাপ্ত রিপোর্টে তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
আজ ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলার ০৩ জন, ০১ জন চিকিৎসকসহ বানারীপাড়া উপজেলার ০৪ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০২ জন, ০১ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ ০৩ জন,সদর উপজেলার ০২ জন, বাবুগঞ্জ ও মুলাদী প্রত্যেক উপজেলায় ০১ জন করে ০২ জন সহ মোট ১৬ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গৌরনদী উপজেলায় ০৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ০১ জন, মুলাদী উপজেলায় ০১ জন, উজিরপুর উপজেলায় ০২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৫ জন সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন ইন্টার্ন চিকিৎসক ও ০১ জন মেডিকেল অফিসার, ০৬ জন নার্স, ০১ জন ড্রাইভারসহ মোট ০৯ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত সাগরদি ও বাংলাবাজার প্রত্যেক এলাকার ০৩ জন করে ০৬ জন, রুপাতলি এলাকার ০২ জন, কাউনিয়া, সদর রোড, কলেজ এভিনিউ, কালু শাহ সড়ক, চান্দু মার্কেট, হসপিটাল রোড, বগুড়া রোড, কাশিপুর, ভাটিখানা মোড়, গোডাউন রোড ও নথুল্লাবাদ এলাকার ০১ জন করে ১১ জন, সদর উপজেলাধীন জাগুয়া এলাকার ০২ জন সহ মোট ৫৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ২৯ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৬১৪ জন, উজিরপুর উপজেলায় ২৬ জন, বাকেরগঞ্জ উপজেলায় ২১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১৩ জন, হিজলা উপজেলায় ০৫ জন, বানারীপাড়া উপজেলায় ১৩ জন, মুলাদী উপজেলায় ১২ জন, গৌরনদী উপজেলায় ১৬ জন, আগৈলঝাড়া উপজেলায় ১০ জন করে মোট ৭৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন ইন্টার্ন চিকিৎসক ও ০১ জন মেডিকেল অফিসার, ০৬ জন নার্স, ০১ জন ড্রাইভার, উজিরপুর উপজেলার ০১ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বানারীপাড়া উপজেলার ০১ জন চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগের ১১ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।আজ শনাক্ত হওয়া ০২ জন সহ অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১০৬ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।