ধানসিঁড়ি নিউজ।।হিরামনিকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে পৈশাচিক ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জাপা চেয়ারম্যান।
বিবৃতিতে বলেছেন, লক্ষ্মীপুরের হামছাদী ইউনিয়নে নবম শ্রেণীর ছাত্রীর উপর বর্বর ঘটনা মেনে নেয়া যায়না। ধর্ষণের পরে হত্যার শিকার হিরামনির বাবা হারুন অর রশিদ ক্যান্সারের সাথে যুদ্ধ করছে। হিরামনির মা ও ছোট দুই ভাইবোন বাবা-মার সাথে রাজধানীর একটি হাসপাতালে আছেন। এমন পরিস্থিতিতে হিরামনি হত্যার ঘটনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া বাবা এবং পরিবারের জন্য যেমন অসহনীয় তেমনি এই সামজের জন্যও লজ্জাজনক।
তদন্ত স্বপক্ষে হিরামনি হত্যায় জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জিএম কাদের।