অনলাইন নিউজ ডেস্কঃ
গরু, মহিষ, ছাগল, মুরগিসহ বিভিন্ন প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় ভ্যাকসিন। এসব ভ্যাক্সিনের মেয়াদ শেষ হয়েছে ৬ বছর আগে। অথচ রাজধানীর বিভিন্ন জায়গায় এখনও বিক্রি হচ্ছে এসব ভ্যাকসিন।
মেয়াদোত্তীর্ণ এসব ভ্যাকসিন বিক্রি বন্ধের জন্য অভিযান চালাচ্ছে র্যাব। আজ সোমবার দুপুর থেকে ফকিরাপুলের ১৪৯/এ ডিআইটি এক্সটেনশন এভিনিউয়ের ৪ তলায় অ্যাডভান্স অ্যানিমেল সায়েন্স কোং লিমিটেডের অফিসে অভিযান চলছে।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট সারোয়ার আলম। একই প্রতিষ্ঠানের লালমাটিয়ার হেড অফিসে অভিযান চালাচ্ছে র্যাব।
অভিযানের বিষয়ে র্যাবের নির্বাহী মাজিস্ট্রেট বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে প্রতিষ্ঠানটি ২০১২-১৩ সালের পোল্ট্রি ও ডেইরি সংশ্লিষ্ট ভ্যাকসিনগুলো সংরক্ষণ করেছে। আইন অনুযায়ী এগুলো ওয়্যারহাউসে রাখার কথা থাকলেও তারা কোল্ড স্টোরেজে বিক্রির উদ্দেশ্যে রেখেছে। তারা হেড অফিসসহ তিনটি অফিসে একযোগে অভিযান চালানো হচ্ছে।
অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।