শাহাজাদা হিরা: প্রথমবারের মতো বরিশাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া যুব আন্তর্জাতিক ম্যাচের বিস্তারিত জানাতে আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে, এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, এই আয়োজন সফল হলে আগামীতে বরিশালে বড় পরিসরে জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পথে আরেকধাপ এগিয়ে যাবে। প্রথমবার আয়োজিত যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সফল করতে বরিশালবাসী সহ গনমাধ্যমের পূর্ন সহযোগীতা কামনা করেন। নতুন প্রজন্মকে মাঠে গিয়ে খেলা দেখার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে আরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব প্রশান্ত কুমার দাস, বিসিবি’র সিনিয়র সিকিউরিটি কো অর্ডিনেটর, শামীম কালাম আজাদ ও সিকিউরিটি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি, কাজী আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া অফিসার বরিশাল, হোসাইন আহমেদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো চীফ, মুরাদ আহাম্মেদ, জাতীয় দৈনিক সমকাল পত্রিকার বরিশাল প্রতিনিধি, পুলক চ্যাটার্জি, সময় টেলিভিশনের বরিশাল প্রতিনিধি, ফেরদৌস সোহাগসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ৪ দিনের যুব আন্তর্জাতিক ম্যাচ খেলতে বরিশালে অবস্থান করছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলংকা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ এবং সন্ধ্যায় শ্রীলংকা দল বরিশালে এসে পৌঁছেছে। আগামী ২৬ অক্টোবর স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই যুব দল। ওই দিন সকাল ৯টায় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিসিবি’র সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। পরে সকাল সাড়ে ৯টায় মাঠে বল গড়াবে। ১৯৬৬ সালে স্টেডিয়াম প্রতিষ্ঠার পর এই প্রথম কোন বিদেশী দল প্রতিযোগীতামূলক ম্যাচ খেলতে বরিশালে এসেছে। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জোড়দার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা জনিত কারনে খেলা উপভোগ করতে আসা ক্রীড়াপ্রেমীদের নিম্নোক্ত বস্তু সাথে আনা থেকে বিরত থাকার আহ্বান জানায় আয়োজক। খেলনা বন্দুক বা তার সদৃশ কোন বস্তুসহ যে কোন ধরণের আগ্নেয়াস্ত্র ; আতশবাজিসহ যে কোন ধরণের বিস্ফোরক ; যে কোন ধরণের ধারালো বস্তু যেমন-ছুরি, ধাতব/কাঠের তৈরি লাঠি অথবা ধারালো কিনারাযুক্ত ধাতব বস্তু ; কাচের বোতল এবং টিনের পাত্র (পানীয়সহ কিংবা পানীয় ছাড়া) ; যে কোন ধরনের অ্যালকোহল জাতীয় পানীয় ; যে কোন ধরণের বাঁশ/ধাতব কাঠি/পতাকা দন্ড অথবা অনুরূপ কোনো বস্তু ; নিক্ষেপণযোগ্য যে কোন পাথর, ইটের টুকরা, মার্বেল অথবা অনুরূপ কোন বস্তু ; খেলোয়াড়, দর্শনার্থী এবং খেলায় বিঘ্ন সৃষ্টি করবে এবং এমন কোন বস্তু ;জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বৈষম্যমূলক অথবা অপমানজনক যে কোন ধরণের পোস্টার, ব্যানার, লিফলেট ; অপ্রয়োজনীয় পতাকা/ব্যানার/প্ল্যাকার্ড/বাদ্যযন্ত্র ; লেজার রশ্মি বিচ্ছুরণকারী কোন বস্তু ; সংবাদকর্মী ব্যতীত অন্যান্যদের পেশাদারী ভিডিও ক্যামেরা ইত্যাতি নিয়ে মাঠে প্রবেশ করা যাবেনা। স্টেডিয়ামে প্রবেশের জন্য কোন প্রকার প্রবেশ মূল্য বা টিকেটের প্রয়োজন হবেনা।
শিরোনাম :
বরিশালে প্রথমবার আয়োজিত যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নিয়ে জেলা প্রশাসন বরিশালের সংবাদ সম্মেলন।
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৪:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
- ৪৮০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ