নিজস্ব প্রতিনিধি: বরিশাল নগরীর রুপাতলী সোনারগাঁও টেক্সটাইল মিলের সম্মূখের ডোবাতে সকল ১০টার দিকে যে মৃতদেহ পাওয়া গেছে তার নাম শাজাহান মৃধা (৬০)। সে সদর উপজেলার চরআইচা মৃধা বাড়ির বাসিন্দা ও পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।
মরদেহ শনাক্তকারী শাহজাহান মৃধার ছেলে সোহাগ মৃধা জানান, দপদপিয়া সেতু সংলগ্ন এলাকায় কমলা বেগম নামে বাবার এক ধর্ম মেয়ে আছে। মাঝে মধ্যে সেখানে তিনি বেড়াতে আসতেন। বৃহস্পতিবার দুপুরে একইভাবে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। সন্ধান না পেয়ে তার ধর্ম মেয়ের বাড়িতে লোক পাঠিয়ে জানতে পারি বাবা সেখানে আছেন। শুক্রবার সকালে লোকমারফত বাবার মরদেহ উদ্ধারের খবর পাই।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদ জানান, টেক্সটাইল মিলের নিরাপত্তা প্রহরী আব্দুল গনি মরদেহ দেখতে পেয়ে থানায় ফোন দিয়ে জানান। পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সবকিছু দেখে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান পরিদর্শক।
শিরোনাম :
সোনারগাঁও টেক্সটাইল মিলের সম্মুখে একজনের মৃতদেহ পাওয়া গেছে
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৮:৩৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
- ৩৭২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ