নিজস্ব প্রতিবেদনঃ ভোলায় ইয়াবা ট্যাবলেটসহ তিন কিশোরকে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) মধ্য রাতে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ০৭নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত তিন কিশোর হলেন, আলীনগর রুহিতা গ্রামের আঃরব এর ছেলে মোঃ আরিফ হোসেন (২২) ও তার সাথে দুই সহযোগী একই ওয়ার্ডের আবুল কালামের ছেলে মোঃ ইউছুফ পাটোয়ারী (২৪) ও দক্ষিণ রতনপুর ০৯নং ওয়ার্ডের হারুন মুন্সির ছেলে মোঃ মানছুর রবিন (১৮)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।