মোঃ সাইফুল ইসলাম: ডাঃ আবদুল জব্বার শিকদার ১৯৬২ সালের ৩ এপ্রিল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
তিনি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৭ সালে এসএসসি (বিজ্ঞান), বরিশাল সরকারি আবাসিক স্কুল এন্ড কলেজ থেকে ১৯৭৯ সালে এইচএসসি (বিজ্ঞান) পাশ করেন। ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ডিভিএম এবং ২০০৪ সালে মাইক্রোবায়োলজিতে এমএস ডিগ্রি লাভ করেন।
তিনি ৭ম বিসিএস এর মাধ্যমে ১৯৮৭ সালের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষিরা জেলার তালা উপজেলায় ভেটেরিনারি সার্জন হিসেবে যোগদান করেন।
দীর্ঘ ৩২ বছর তিনি মাঠ পর্যায়ে ভেটেরিনারি সার্জন, বৈজ্ঞানিক কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, উপ পরিচালক হিসেবে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন।
বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে প্রাণিসম্পদ অধিদপ্তরে পরিচালক, প্রশাসন এর দায়িত্ব পালন করেন। ২১ নভেম্বর ২০১৯ খ্রিঃ তিনি মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা যোগদান করেন। সরকারি দায়িত্বের অংশ হিসেবে তিনি থাইল্যান্ড, ডেনমার্ক, জাপান, নেপাল,নেদারল্যান্ড, অষ্ট্রিয়া দেশ সফর করেন।
আমরা তাহাঁর সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করছি।