নিউজ ডেস্কঃ পূর্ব শত্রুতার জের ধরে ২৪-০১-২০ ইং তারিখ রোজ শুক্রবার আনুমানিক সকাল ১১ ঘটিকায় চরআইচা ৬ নং ওয়ার্ড, মৃধাবাড়ি, ৭ নং চরকাউয়া ইউনিয়নে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালানো হয়। আহত ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় ইকবাল মৃধা (৩৫) পিতা: আমির হোসেন মৃধা(৬০) বাবা ও ছেলে মিলে সেলিম মৃধা এর ঘরে হামলা চালায়, ওই সময় পুরুষ লোক ঘরে না থাকায় সাথী ও ফিরোজা বেগমের উপর হামলা ও অসামাজিক আচরণ করেন। তারা বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের সাথে কথা বলে আরো জানা যায়। জায়গা জমি নিয়ে ঝামেলা কেস মামলা চলমান থাকায় ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। আরো জানা যায়, ইকবাল মৃধা ঢাকায় রবি কোম্পানিতে চাকুরি কালিন থাকার সময় নগদ ৮ লাক্ষ টাকা নিয়ে পালিয়ে আসেন। পরে জমি বিক্রি করে বিষয়টি সমাধান করেন তার পরিবার।বর্তমানে তিনি নেশাগ্রস্ত ও অসামাজিক কার্যক্রম এর সাথে জড়িয়ে পড়েন। বর্তমানে জজকোর্টে তাদের বিরুদ্ধে মামলা চলামান আছে মামলা নাম্বার :সি আর- ৫১১৯ ও এডিএম কোর্ট- ১০৭ এবং নারি নির্যাতন মামলা চলমান।
শিরোনাম :
পূর্ব শত্রুতার জের ধরে চরআইচা গ্রামে প্রতিপক্ষের উপর হামলা ।
- বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৮:৩৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
- ২৩৯ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ