শাওন অরন্য
বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সরকারী কর্মচারীদের জন্য বাৎসরিক ৬০ ঘন্টা আভ্যন্তরীন প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন হল বুধবার।
২৯ জানুয়ারি বুধবার সকাল ৯ টায় সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে ৪ দিনব্যাপি ২০১৯-২০২০ অর্থ বছরের প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা।
শুরুতে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, ৪ দিনব্যাপি ২০১৯-২০২০ অর্থ বছরের জেলা প্রশাসকর কার্যালয় বরিশাল এর সরকারী কর্মচারীদের জন্য বাৎসরিক ৬০ ঘন্টা অভ্যন্তরীন প্রশিক্ষণ কোর্সে, অফিস ব্যবস্থাপনা, ই-ফাইলিং, ই-নথি ব্যবস্থাপনা, হিসাব ও ছুটি সংক্রান্ত, ভুমি ব্যবস্থাপণায় ইনফরমেশন টেকনোলজির প্রয়োগ শীর্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।