নিজস্ব প্রতিবেদক: বরিশালে খেলাঘর আসর আন্দোলনের একটি অনন্য নাম “জাগৃহী খেলাঘর আসর”, কলেজ রোড, বরিশাল।
ব্রজমোহন কলেজ ও সংশ্লিষ্ট মহল্লাকে ঘিরে ঐতিহ্যবাহী এ সংগঠনের পথচলা শুরু ১৯৫৭ সনে। কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর কবীর চৌধুরী ও তাঁর সুযোগ্য সহধর্মিনী অধ্যক্ষ মেহের কবীর ছিলেন এর কর্ণধার। সেই থেকে অনেক পথ পাড়ি দিয়ে এসেছে।
বিভিন্ন কারণে দীর্ঘ সময় এর কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। কার্যক্রমকে গতিশীল করতে গঠিত হল জাগৃহী খেলাঘর আসরের নতুন কমিটি। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্থানীয় কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে জনাব কামরুল হাসান সুপনের সভাপতিত্বে এক বর্ধিত সভায় জনাব সহিদুল ইসলাম মন্টু কে সভাপতি ও জনাব নওরোজ কবীর টুকুকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য সম্বলিত কমিটি গঠন করা হয়।
খেলাঘর জেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত নতুন কমিটির অনুমোদন স্বাক্ষর করেন।
খেলাঘর জেলা কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য খেলাঘর আসরের প্রতিনিধিগণ উপস্থিত সকলের উদ্দেশ্যে খেলাঘর আন্দোলনের ইতিবাচক দিকগুলো তুলে ধরেম। বক্তারা বলেন, শিশুদের শারীরিক এবং ও মানসিক বিকাশে খেলাঘর আন্দোলনের বিকল্প নেই। তাঁরা, শিশুর মানসিক উৎকর্ষ সাধনে খেলাঘরের ভূমিকা তুলে ধরে খেলাঘর আন্দোলনকে পুন:জাগরিত করার আহবান জানান।
জাগৃহী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় জনাব নওরোজ কবির সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁর উপর অর্পিত মহান দায়িত্ব তিনি আন্তরিকভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেণ এবং এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিশু-কিশোরবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা সকলে জাগৃহী খেলাঘর আসরকে পুন: জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করেন।