নিউজ ডেস্ক: করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে এবছরের জুন পর্যন্ত গ্যাস এবং বিদ্যুতের বিল পরিশোধে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে না।
বিদ্যুত ও জ্বালানি সম্পদ বিভাগের জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস বিল পরিশোধের জন্য বিপুল সংখ্যক গৃহস্থ গ্রাহককে ব্যাংকগুলোতে উপস্থিত থাকতে হবে যা করোনভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
এটি বিবেচনা করে, সরকার গ্যাস বিতরণ বিধিমালা ২০১৪ অনুসারে গৃহীত গ্রাহকদের বিল পরিশোধের সময়সীমা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।
এতে বলা হয়েছে, গ্রাহকরা এখন কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই ২০২০ সালের জুনে সুবিধাজনক সময়ে ফেব্রুয়ারি থেকে মে মাসের বিল পরিশোধ করতে পারবেন।
ইতোমধ্যে বিদ্যুত বিভাগ একইভাবে একটি পরিপত্র জারি করেছে, যেখানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) ফেব্রুয়ারি থেকে এপ্রিলের বিল পরিশোধের সময়সীমা শিথিল করার পদক্ষেপ নিতে বলা হয়।
বিদ্যুত বিতরণ সংস্থাগুলো বিল পরিশোধের সময়সীমা শিথিল করার জন্য বিইআরসির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।